Sunday, May 19, 2024
দেশ

৪৫ জন ভারতীয়কে কাবুল থেকে দিল্লিতে ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার

নয়াদিল্লি: রবিবার তালিবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা আফগানিস্তান জুড়ে। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি ইতিমধ্যেই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। হাজার হাজার মানুষ দেশ ত্যাগের জন্য চেষ্টা করছেন। বেশকিছু সংখ্যক ভারতীয়রাও আটকে পড়েছেন আফগানিস্তানে।

সোমবার রাতে প্রায় ৪৫ জন ভারতীয়কে কাবুল থেকে নয়াদিল্লিতে ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান সি-১৭ গ্লোবমাস্টার। উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে আফগানিস্তানের দূতাবাসের কর্মীরা রয়েছেন বলে খবর। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, প্রায় ৫০০ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হবে। কিন্তু শেষ পর্যন্ত ৪৫ জন ভারতীয়কে ফিরিয়ে আনা সম্ভব হলো।

তবে আরও বহু ভারতবাসীকে এয়ারলিফট করার পরিকল্পনা করছে ভারতীয় বায়ুসেনা। তবে সোমবার আর কোনও উদ্ধারকার্য চালানো হবে না বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রবিবার রাতে ১২৯ জন যাত্রীকে আফগানিস্তান থেকে ভারতে নিয়ে আসে এয়ার ইন্ডিয়া বিমান। সোমবার সকালেই এয়ার ইন্ডিয়া বিমান আফগানিস্থানে যাওয়ার কথা ছিল। কিন্তু সোমবারই আফগানিস্তানের সকল প্রকার বেসামরিক উড়ান নিষিদ্ধ করা হয়। অবশেষে ভারতীয় বায়ুসেনার সামরিক বিমান আফগানিস্থানে যায়।

ভারতীয় বিদেশমন্ত্রক বলছে, তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। সবাইকে যাতে সুরক্ষিত উদ্ধার করে নিয়ে আসার বিষয়টি জোর দিয়ে দেখা হচ্ছে। ভারতীয়দের ফিরিয়ে আনতে সোমবার দুপুরে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান সি-১৭ গ্লোবমাস্টার কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়।