Monday, May 6, 2024
আন্তর্জাতিক

‘যদি তালিবান হুকুম করে কুমারী মেয়েদের তাদের হাতে তুলে দাও, তখন আমরা কি করব?’

কাবুল: গোটা আফগানিস্থান এখন তালিবানের দখলে। যার ফলে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটছে আফগান নারীদের। এই মুহূর্তে কাবুলে থাকা এক মরিয়ম (ছদ্মনাম) নামে এক মহিলা বলেন, আমি নিজের ও ভাই-বোনদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আমি ঘরের বাইরে যাচ্ছি না। কেনাকাটা করতে যাচ্ছি। আমাকে এখন বোরকার জীবন বেছে নিতে হবে। আমার শিক্ষা, চাকরি, ভবিষ্যৎ—সবকিছু শেষ হয়ে যাবে। ২০ বছর পর তালিবান ফের আফগানিস্থানের ক্ষমতা দখল করার পর আমাদের জীবন আবারও অন্ধকারের দিকে যাত্রা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা বলেন, আমার পরিবারের মেয়েরা পড়াশোনা করছে। কাবুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অর্থ জমানো হচ্ছিল। তাদের পুরুষেরা বলছে, আমরা বলেছিলাম না বিয়েটা করে নাও, এখন যদি তালিবান এখানে এসে হুকুম করে যে অবিবাহিত মেয়েদের আমাদের হাতে তুলে দাও, তখন কি করবে? পুরুষেরা বলছেন, তোমরা আমাদের লজ্জিত করবে, যখন তালিবান এই নির্দেশ দেবে।

ওই মহিলা জানান, আমরা তো জীবনের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারিনি। কিন্তু আশাবাদী ছিলাম যে আমাদের পরবর্তী প্রজন্ম অন্তত নিরাপদে জীবনটা কাটাতে পারবে। শোনা যাচ্ছে, জুমার বয়ানে নাকি বলা হচ্ছে, মেয়েদের জন্য পুরুষদের বিয়ে করা হলো উত্তম কাজ, পূর্ণ্যের কাজ।

বলুন তো, পালিয়ে যাবো কোথায়? আমাদের এতটা অর্থবিত্তও নেই যে অন্য কোনও দেশে গিয়ে বসবাস শুরু করব। তালিবান দেশের দখলের সাথে সাথেই নারীদের জীবন বদলে গেছে। সোশ্যাল মিডিয়াতেও নারীদের ছবি ও স্ট্যাটাস খুব কম দেখা যাচ্ছে।