Monday, May 6, 2024
আন্তর্জাতিক

‘দাসত্বের শিকল ভেঙেছে’ তালিবানের সমর্থনে বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

ইসলামাবাদ: পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই অভিযোগ ছিল, অস্ত্র দিয়ে আফগানিস্তানের জঙ্গিদের সহায়তা করে পাক সরকার। রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালিবান। গোটা আফগানিস্তান তালিবানের কব্জায় চলে যাওয়ার পর তালিবানের পক্ষে কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার আফগানিস্তানে তালিবান-রাজ প্রসঙ্গে ইমরান খান বলেন, আফগানিস্তানকে দাসত্বের শিকল থেকে মুক্ত করেছে তালিবান। ইমরান খান তালিবানকে সমর্থন করা এবং এহেন মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

ইমরান খান বলেন, আপনি অন্যের সংস্কৃতি দখল করেন এবং মানসিকভাবে বশীভূত হন। যখন এটি ঘটে, মনে রাখবেন, এটি প্রকৃত দাসত্বের চেয়েও খারাপ। সাংস্কৃতিক দাসত্বের শিকল ছুড়ে ফেলা কঠিন কাজ। আফগানরা দাসত্বের শিকল ভেঙে ফেলেছে।

চলতি বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা দেন। সেই ঘোষণার ১০০ দিনের মধ্যেই একের পর এক প্রদেশ দখল করে নেয় তালিবানরা। রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল নেয় তালিবানরা।