Saturday, May 18, 2024
দেশ

‘গোহত্যা বন্ধ করা হোক, না হলে নুহকে মুছে ফেলা হবে!’, হরিয়ানার মহাপঞ্চায়েতে দাবি হিন্দুত্ববাদীদের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রায় পাথর ছোঁড়ার ঘটনায় অশান্তি ছড়িয়ে পড়ে হরিয়ানার নুহ শহরে। সংঘর্ষের জেরে স্থগিত করে দেওয়া হয় ধর্মীয় ওই শোভাযাত্রা। সেই শোভাযাত্রা আবার শুরু করার সিদ্ধান্ত নিল হিন্দুত্ববাদী সংগঠন। রবিবার হরিয়ানার পালওয়ালের একটি ‘মহাপঞ্চায়েতে’ ওই শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে ফের ওই শোভাযাত্রা করার সিদ্ধান্ত হয়েছে।

হরিয়ানার এই মহাপঞ্চায়েত থেকে দাবি উঠেছে, নুহতে গোহত্যা করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। না হলে নুহ শহরকে মুছে দেওয়া হবে। এহেন হুঁশিয়ারিতে শোরগোল পড়ে গিয়েছে।

ওই মহাপঞ্চয়েতের তরফে সিদ্ধান্ত হয়েছে, নুহর নলহর থেকে শোভাযাত্রা পুনরায় শুরু করা হবে। ফিরোজপুরে ঝিরকার ঝির এবং সীনগর মন্দির হয়ে যাবে। পাশাপাশি গতমাসে অশান্তির ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়েছে ওই মহাপঞ্চায়েত। এছাড়া নুহতে বসবাসকারী হিন্দুদের বন্দুকের লাইসেন্স প্রদানে নমনীয়তা দেখানোর দাবি জানানো হয়েছে।

ওই মহাপঞ্চয়েত দাবি করেছে, নুহতে সমস্ত ঝামেলার মূলে রয়েছে গরু পাচার এবং গো হত্যা। এটা বন্ধের দাবি জানান তারা।

কোনওরকম বিদ্বেষপূর্ণ বক্তব্য রাখা যাবে না, এই শর্তেই এদিনের সভায় অনুমতি দেওয়া হয়। তবে অভিযোগ, পুলিশের সামনেই হুমকি দেন কিছু হিন্দুত্ববাদী নেতারা। একজন বলেন, ‘তাদের দিকে আঙুল তুললে হাত কেটে নেওয়া হবে।’

এদিকে, নুহ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আধাসামরিক বাহিনীর দফতর করার দাবি জানিয়েছেন গুরুগ্রামের বিশ্ব হিন্দু পরিষদ নেতা দেবেন্দর সিং। — The Hindu