Wednesday, October 9, 2024
দেশ

বিদেশে সমাবর্তনে ডিগ্রি নেওয়ার সঙ্গী জাতীয় পতাকা; ভারতীয় তরুণের দেশপ্রেমে মুগ্ধ নেটিজেনরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাত পোহালেই ভারতের স্বাধীনতা দিবস। তার আগে বিদেশের মাটিতে ভারতীয় তরুণের দেশপ্রেম সকলের মন কেড়েছে। বিদেশে স্নাতকের সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়া সহ অধ্যাপকরা উপস্থিত। একে একে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে শংসাপত্র। সেই অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হন এক ভারতীয় ছাত্র। গর্বের সঙ্গে তিরঙ্গা নিয়ে হেঁটে যান ওই ভারতীয় ছাত্র। যা মন ছুঁয়ে গেছে কোটি কোটি ভারতবাসীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সম্প্রতি আইএএস অফিসার আওনীশ শরণ টুইটারে ভিডিয়োটি শেয়ার করেন। ভিডিওতে দেখা গেছে, বিদেশে মাটিতে সমাবর্তন অনুষ্ঠানে এক ভারতীয় ছাত্রর হাতে জাতীয় পতাকা। তিরঙ্গা পতাকা হাতেই মঞ্চে সকলের সামনে ডিগ্রি সার্টিফিকেট নেন তিনি। ক্যামেরাবন্দি সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।


ভিডিওর ক্যাপশনে আইএএস অফিসার লিখেছেন, ‘বিদেশের মাটিতে ডিগ্রি নিয়েছেন এবং জিতে নিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়।’

নেটিজেনদের একজন লিখেছেন, ”আপনি ১৪০ কোটি ভারতীয়কে গর্বিত করেছো।” আরেকজন লিখেছেন, ”তিনি শুধু ডিগ্রীই পাননি, লক্ষ লক্ষ ভারতীয়দের মনও জয় করেছেন। ভারতীয়দের জন্য কী গর্বের মুহূর্ত। জয় হিন্দ।”