Saturday, May 4, 2024
বিনোদন

‘হনুমান চালিশা’ প্রথম ভারতীয় ইউটিউব ভিডিও যেটির ভিউ ৩০০ কোটির বেশি: টি-সিরিজ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘হনুমান চালিশা’ ইউটিউবে প্রথম ভারতীয় ভিডিও যেটি তিন বিলিয়ন ভিউ অতিক্রম করেছে। টি-সিরিজ এই খবর জানিয়েছে।

হনুমান চালিশার ৯.৪১ মিনিটের ভিডিওটি তুলসীদাসের হিন্দু ভক্তিমূলক স্তোত্রের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ, যা ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে। এটি সারা বিশ্বের ভক্তদের কাছে জনপ্রিয়।

ভিডিওটি ২০১২ সালের মে মাসে ইউটিউবে আপলোড করা হয়। ভিডিওটিতে ১২ মিলিয়নেরও বেশি লাইক পড়েছে৷

জার্মানি-ভিত্তিক ভোক্তা তথ্য এবং বাজার অন্তর্দৃষ্টি কোম্পানি স্ট্যাটিস্তার মতে, T-Series-এর YouTube চ্যানেলটি সবচেয়ে বেশি অনুসরণ করা হয় এবং PewDiePie এবং Mr Beast-এর থেকে এগিয়ে। টি-সিরিজের ২৩৮ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

টি-সিরিজ হিন্দি, পাঞ্জাবি, ভোজপুরি, তেলেগু, তামিল, হরিয়ানভি, কন্নড়, মারাঠি এবং গুজরাটির মতো বিভিন্ন ভারতীয় ভাষার জন্য তার ২৯টি চ্যানেলে বলিউড মিউজিক, পপ, ভক্তিমূলক এবং ক্লাসিক সহ মূল মিউজিক জেনার আপলোড করে।

টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারকে ১২ আগস্ট, ১৯৯৭ এ মুম্বাইয়ে গুলি করে হত্যা করা হয়। তিনজন হামলাকারী ১৬টি গুলি করে হত্যা করে তাকে।