Friday, June 14, 2024
টালিউড

বনিকে ৯ ঘন্টা জেরা, উত্তরে সন্তুষ্ট নয় ইডি, ফের তলব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি কান্ডে একের পর এক নাম সামনে আসছে। ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের জেরে তলব করা হয় অভিনেতা বনি সেনগুপ্তকে। বৃহস্পতিবার দু দফায় বনিকে ৯ ঘন্টা জেরা করে ইডি। তবে জানা গেছে, বনির দেওয়া উত্তরে সন্তুষ্ট নয় ইডি। তাই বনিকে জেরার জন্য ফের ডাকা হয়েছে।

আগামী মঙ্গলবার ফের বনিকে জেরার জন্য ডেকেছে ইডি। কুন্তল ঘোষের কাছ থেকে বিলাসবহুল গাড়ি কিনতে মোটা টাকা নিয়েছিলেন বনি। লিখিত চুক্তিপত্র ছাড়া কিভাবে মোটা অঙ্কের টাকা নিলেন? সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডি। প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বনি সেনগুপ্ত। তাই আগামী মঙ্গলবার গাড়ির নথিপত্র-সহ বনি সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে।