Friday, May 3, 2024
Latestদেশ

পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারে হামলা, কড়া নিন্দা করলেন হরভজন

নয়াদিল্লি: পাকিস্তানে আক্রান্ত গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিব গুরুদ্বার। ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। শুক্রবার রাতে পাকিস্তানের পাঞ্জাবের নানকানা সাহিব গুরুদ্বারে হামলা চালায় ক্ষিপ্ত জনতা। গুরুদ্বার লক্ষ করে ইট-পাথর ছোড়া হয়।

শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান এই গুরুদ্বার। প্রথম শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিব। হামলার তীব্র নিন্দা করে টুইটারে একটি ভিডিও শেয়ার করে হরভজন লিখেছেন, জানি না, কিছু লোকের কী সমস্যা, তারা শান্তিতে থাকতে পারে না। মহম্মদ হাসান সরাসরি নানকানা সাহিব গুরুদ্বারকে ধ্বংস করার এবং সেই জায়গায় মসজিদ বানানোর হুমকি দিচ্ছেন। এটি দেখে অত্যন্ত খারাপ লাগছে।


হরভজন লিখেছেন, ঈশ্বর এক, আসুন আমরা এটিকে বিভক্ত করি না এবং একে অপরের মধ্যে ঘৃণা সৃষ্টি না করি। আসুন প্রথমে মানুষ হয়ে একে অপরের সম্মান করি। মহাম্মদ হাসান খোলাখুলি ভাবে নানকানা সাহেব গুরুদ্বারকে ধ্বংস করার এবং সেই জায়গায় মসজিদটি নির্মাণের হুমকি দিয়েছেন। ইমরান খান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করুন।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রক বলেছে, সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের নানকানা সাহিবে সহিংসতার হামলা করা হয়েছে। নানকানা সাহিবে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শিখ সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা বাড়াতে দ্রুত পদক্ষেপ গ্রহন করুক পাকিস্তান।