পাকিস্তানে সব গুরুদ্বারকে ধ্বংস করে মসজিদ বানানোর হুমকি দিল কট্টরপন্থীরা
ইসলামাবাদ: পাকিস্তানে সংখ্যালঘুদের করুণ দশা ফের একবার সামনে এল। শুক্রবার নানকানা সাহেব গুরুদ্বারে হামলা চালায় একদল ক্ষিপ্ত জনতা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই হামলার ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকশো কট্টরপন্থী ধর্মালম্বী মানুষ পবিত্র গুরুদ্বারকে ঘিরে ধরে পাথর ছুড়তে থাকেন।
সংবাদ সংস্থা সূত্রের খবর, শুক্রবার পাকিস্তানে কয়েকশো কট্টরপন্থী মানুষ নানকানা সাহিবে পাথর ছুড়তে থাকে। সেখানেই ঘোষণা করা হয়, পাকিস্তানের সব গুরুদ্বারকে মসজিদে পরিণত করা হবে। জানা যায়, জনতার নেতৃত্বে ছিলেন মহম্মদ হাসানের পরিবার।
শুক্রবার বিকালে বিক্ষুব্ধ কট্টরপন্থী মুসলমানরা পবিত্র গুরুদ্বার ঘেরাও করে বহু ভক্তকে ভিতরে আটকে রাখে। কট্টরপন্থীরা গুরুদ্বারটি ধ্বংস করে সেই জায়গায় মসজিদ তৈরির হুমকিও দেয়। মহম্মদ হাসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি জোর করে এক শিখ মেয়েকে ধর্মান্তরিত করেছেন।
কট্টরপন্থী মুসলমানরা শিখ বিরোধী নানা স্লোগানও দেয়। বিক্ষোভকারীরা বলেন, যে কোনও শিখকে শহরেই থাকতে দেওয়া হবে না। নানকানা সাহেব গুরুদ্বার থেকে নাম পরিবর্তন করে গোলামান-ই-মুস্তফা করা হবে এই সৌধকে। ভারত নানকানা সাহেবে হওয়া আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে।