Thursday, May 16, 2024
দেশ

উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৭৪ আসন পাবে বিজেপি: অমিত শাহ

মেরঠ: বিরোধীদের মহাজোট তাঁদের আটকাতে পারবে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৪টি পাবে বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা দেশে যে বিরোধী জোট গড়ে উঠছে, তাতেও বিজেপিকে আটকাতে পারবে না বলে আত্মবিশ্বাসী অমিত। উত্তরপ্রদেশে বিজেপির রাজ্য কার্যনির্বাহীর বৈঠকে বিজেপি সভাপতি বলেন, ‘‌বিরোধীদের জোট বিজেপিকে আটকাতে পারবে না। উত্তরপ্রদেশে বিজেপি খুব শক্তিশালী। এখানে আমরা ২০১৪ সালের থেকেও বেশি আসন পাব। ২০১৯ সালে ক্ষমতায় এলে আমাদের সরকার জিডিপি–কে ১৫ শতাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।’‌

এদিন অমিত শাহ কংগ্রেসকেও আক্রমণ করে বলেন, ‘নিজেদের শাসনকালে দেশকে ধ্বংস করেছে কংগ্রেস। যেসব রাজনৈতিক দল গরিবদের কথা বলে, তাঁরা কখনও গরিবের বাড়ি নিয়ে ভাবে না। গরিবরা যাতে বাড়ি পান, তা নিশ্চিত করতে শুধুমাত্র মোদীজি এবং যোগী আদিত্যনাথ কাজ করছেন। তাই আগামী নির্বাচনেও দেশের খেটে খাওয়া মানুষ বিজেপির সঙ্গেই আছেন।’