Monday, April 29, 2024
কলকাতা

বিমান-সূর্যকে বেরিয়ে যেতে বললেন সোমনাথ পুত্র প্রতাপ

কলকাতা: রাজা বসন্ত রায় রোডের বাড়িতে‘কমরেড’কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে সোমনাথ পুত্র প্রতাপ চট্টোপাধ্যায়ের তিরস্কারের মুখে পড়তে হল বিমান বসুকে। প্রতাপ কড়া বক্তব্যে ক্ষোভ উগরে দিয়েছেন কারাতের বিরুদ্ধেও। সূত্রের খবর, যখন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমরা সোমনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান তখন ক্ষিপ্ত হন প্রয়াত নেতার ছেলে প্রতাপ চট্টোপাধ্যায়।

জানা গেছে, কিছু নাকি একটা আবেদন জানিয়েছিলেন মহম্মদ সেলিম। এর কিছুক্ষণ পর সীতারাম ইয়েচুরি পৌঁছান চট্টোপাধ্যায়ের বাড়িতে। সুজন চক্রবর্তীর সঙ্গে তিনি এসে চট্টোপাধ্যায়ের মরদেহে মালা দেন তিনি। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন বিমান বসু। এরপরই প্রতাপবাবু জানিয়ে দেন, ‘বিমান বসু ইজ় নট ওয়েলকাম। প্লিজ় লিভ।’

এদিন ক্ষোভে ফেটে পড়ল সোমনাথবাবুর পরিবার। সোমনাথ-পুত্র প্রতাপ চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘বাবাকে সারাজীবন শুষে খেয়েছে ৷ এখন ন্যাকামি করতে এসেছে। ওঁদের বের করে দিতে বলেছি পুলিশকে। বাড়ির ৩০০ মিটারের মধ্যে যেন না থাকেন। আর কোনওদিন যেন বাড়িতে না আসেন।’

এ বিষয়ে বিমান বসু বলেন, ‘ওনার ব্যবহারে আমি কিছু মনে করিনি। বাবার মৃত্যুতে উনি পুরোপুরি ভেঙে পড়েছেন। তবে ওনার বাবাও ওনাকে পছন্দ করতেন না।’

প্রসঙ্গত, ১৯৬৮ সালেই সিপিএমের সদস্য হন সোমনাথ চট্টোপাধ্যায়। দলের সঙ্গে দীর্ঘ চার দশকের সম্পর্ক। অথচ, তা সত্বেও ২৩ জুলাই ২০০৮ সোমনাথ চট্টোপাধ্যায়কে সিপিএম থেকে বহিষ্কার করা হয়।