Sunday, May 19, 2024
দেশ

বিরোধীদের ফুৎকারে উড়িয়ে দিয়ে আস্থা ভোটে জয়ী হল NDA

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভায় (Lok Sabha) বিরোধীদের পরাজিত করে আস্থা ভোটে জয়ী হলো এনডিএ। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বিতর্কে বৃহস্পতিবার বিকালে কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর ভাষণের মাঝেই মাঝেই প্রতিবাদ জানিয়ে কক্ষ থেকে ওয়াক আউট করেন কংগ্রেস-সহ বিরোধী জোটের সাংসদরা। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, “যাদের লক্ষ্য দেশের উন্নয়ন নয়, দেশকে লুট করা, তারা প্রধানমন্ত্রী মোদীর কথা শুনতে পারবে না। স্বীকার করুন যে দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদীর প্রতি আস্থা রেখেছে।”

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের প্রতিক্রিয়ায়, প্রধানমন্ত্রী মোদী এদিন লোকসভায় ২ ঘন্টা ১৩ মিনিট বক্তব্য রাখেন। 

মোদীর ভাষণের পরেই ধ্বনি ভোটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায়।