ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে হরিয়ানার নুহর, খুলে গেল স্কুল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উপ্তত্ত হয়ে উঠেছিল হরিয়ানার লুহ শহর। দফায় দফায় সংঘর্ষে নিহত হন অন্তত ৬ জন। জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় কয়েকশো বাড়ি। বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। জারি করা হয়েছিল কার্ফু।
#WATCH | After being shut since July 31 due to violence, schools reopened in Haryana’s Nuh district today. pic.twitter.com/X7tRrTHpyc
— ANI (@ANI) August 11, 2023
পরিস্থিতি সংকটজনক হওয়ায় বন্ধ রাখা হয়েছিল স্কুল। তবে ধীরে ধীরে নুহর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ছন্দে ফিরছে নুহ। শুক্রবার থেকে খুলে গেল স্কুল। সকাল থেকেই রাস্তায় পড়ুয়াদের স্কুলে যাওয়ার হিড়িক দেখা যায়।
গত ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) মিছিল বা ব্রজ মন্ডল যাত্রায় মুসলিম-অধ্যুষিত নুহতে পাথর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষের সূত্রপাত ঘটে।