Friday, May 17, 2024
Latestদেশ

সংশোধিত নাগরিকত্ব আইনকে স্বাগত জানিয়ে প্রস্তাব পাস গোয়া বিধানসভায়

পানাজি: দেশের একের পর এক রাজ্য যখন সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে প্রস্তাব পাস করাচ্ছে, তখন সিএএ-র সমর্থনে রাজ্য বিধানসভায় অভিনন্দন মোশন পাস করল গোয়া। সোমবার বিজেপি শাসিত গোয়া বিধানসভায় এই অভিনন্দন মোশন পাস হয়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, আমি খুবই আনন্দিত যে গোয়াবাসী এই অভিনন্দন মোশন পাশ করার অধিকার দিয়েছেন। গোয়ার মানুষেরা এই ঐতিহাসিক আইনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কৃতজ্ঞ।


এদিন গোয়ার শাসক দল বিজেপি যখন বিধানসভায় মোদী এবং শাহকে শুভেচ্ছা জানানোর প্রস্তাব পেশের প্রতিবাদে কংগ্রেস ও বিরোধী দলের বিধায়করা ওয়াক আউট করেন। তবে ৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপির ২৭ জন বিধায়কের সমর্থনে পাস হয়ে যায় প্রস্তাবটি।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, সিএএ-র ফলে দেশবাসীর উপকার হবে, এটা বিরোধী নেতারাও জানেন। তবুও তাঁরা ভোটের স্বার্থের মানুষকে ভুল বোঝাচ্ছেন।