বিশ্বের সর্বোচ্চ স্বামীজির মূর্তি উন্মোচিত হল কর্ণাটকে
বেঙ্গালুরু: উনবিংশ শতাব্দীর শেষ লগ্নে কোটি-সূর্যের আলোর ন্যায় ভাস্বর যে মুক্তপুরুষ সমগ্র জগতের মধ্যে হিন্দুধর্মের মহিমা প্রচার করেছিলেন, তিনিই স্বামী বিবেকানন্দ। গোটা বিশ্বের বুকে হিন্দুধর্মের জয়ধ্বজা উড়িয়েছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজীর হিন্দুধর্মের প্রচার, প্রসার ও পুনরুজ্জীবনের মূল ভিত্তিই ছিল পরাধীন ভারতবাসীর ভাবের দৈন্যতাকে সরিয়ে দেওয়া; গৌরবময় অতীতকে স্মরণ-মনন।
হিন্দুধর্মের চিরন্তন আদর্শগুলিকে একমাত্র স্বামীজিই সহজ ও সুন্দর উপায়ে বেদান্তের ফলিত রূপের প্রচার ও প্রসার ঘটাতে সক্ষম হয়েছিলেন। ভারতকে বিশ্বের দরবারে বিশ্বগুরু রুপে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন স্বামী বিবেকানন্দ। এবার সেই স্বামীজিকে শ্রদ্ধা জানাল কর্ণাটক।
Tallest statue of Swami Vivekananda unveiled at Saligrama, Udupi pic.twitter.com/sp6D5Jyezq
— HKupdate (@HKupdate) February 4, 2020
শনিবার কর্ণাটকের উদপির সর্বক্ষম হাসপাতালে বিশ্বের সর্বোচ্চ স্বামী বিবেকানন্দের মূর্তির উন্মোচন করা হয়েছে। স্বামী বিবেকানন্দের মূর্তিটি ৩৫ ফুট উঁচু। এটিই বিশ্বের সর্বোচ্চ স্বামীজির মূর্তি বলে দাবি করা হয়েছে।