Sunday, June 22, 2025
Latestদেশ

এনপিআরের জন্য কোনও নথি লাগবে না, সাফ জানাল মোদী সরকার

নয়াদিল্লি: এনআরসির পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) নিয়ে ভীতি কাটাতে জনগণকে আশ্বস্ত করল মোদী সরকার। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, এনআরসি চালু করার পরিকল্পনা এখনও নেয়নি সরকার। মঙ্গলবার দুুপুরে এনপিআর নিয়ে অমিত শাহের দফতরের মন্ত্রী বলেন, এনপিআর আপডেটের জন্য কোনও নথি লাগবে না।

নিত্যানন্দ রাই জানান, বাড়ি বাড়ি এনপিআর আপডেট করার কাজ করা হবে। তবে কারও নাগরিকত্ব নিয়ে কোনও ভেরিফিকেশন করা হবে না। কেউ যদি চায় তবে স্বেচ্ছায় আধার কার্ডের তথ্য দিতে পারেন। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এনপিআর আপডেটের কাজ করা হবে। তবে অসমে এনপিআর করা হবে না।


পাশাপাশি, সংসদে এক লিখিত বিবৃতিতে নিত্যানন্দ রাই জানিয়েছেন, এখনই দেশজুড়ে এনআরসি শুরু করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।

প্রসঙ্গত, এর আগে রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, তাঁর সরকারের এনআরসির বিষয়ে কোনও পরিকল্পনাই নেই। এনআরসি নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে বিরোধীরা। মোদীর এই মন্তব্যের পরই এনআরসি নিয়ে সুর বদল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ প্রায় সকল বিজেপি নেতারা।