Sunday, May 19, 2024
Latestদেশ

‘জনতা, আইন, ঈশ্বর কেউই তাহির হুসেনকে মাফ করবে না’, অঙ্কিত শর্মা হত্যার ঘটনায় তোপ গম্ভীরের

নয়াদিল্লি: সিএএ বিরোধী আন্দোলন কেন্দ্র করে উত্তর-পূর্ব দিল্লিতে আইবি অফিসার অঙ্কিত শর্মার হত্যার পিছনে আপ পুর কাউন্সিলর মহম্মদ তাহির হুসেন ও তার সমর্থদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ জানিয়েছে নিহতের পরিবার। অঙ্কিত শর্মা হত্যায় আপ নেতা তাহির হুসেনের বিরুদ্ধে এবার সরব হলেন গৌতম গম্ভীর।

বুধবার চাঁদবাগ অঞ্চলের একটি নর্দমা থেকে অঙ্কিতের দেহ উদ্ধার করা হয়। অঙ্কিতের মৃত্যুতে বিজেপি নেতা কপিল শর্মা টুইটারে একটি ভিডিও শেয়ার করে আপ কাউন্সিলর তাহির হুসেনকে দায়ী করেছেন। এদিকে, তাহিরের বাড়ির ছাদ থেকে উদ্ধাকর করা হয়েছে পেট্রোল বোমা ও পাথর।

গৌতম গম্ভীর টুইটে লিখেছেন, অঙ্কিত শর্মাকে হত্যা, তাঁর দেহ নর্দমায় ফেলে দেওয়া, হিংসায় প্ররোচনাকারীদের আশ্রয় দেওয়া, পেট্রোল বোমা ছোড়ায় একজন জনপ্রতিনিধি জড়িত। এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে জনতা, আইন বা ঈশ্বর কেউই তাহির হুসেনকে মাফ করবে না।


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে গৌতম গম্ভীর বলেন, তাঁর নীরবতাই জোরদার করছে আপ নেতার বিরুদ্ধে অভিযোগগুলি। এরপরেই কেজরিওয়াল বলেন, হিংসায় মদতে যদি আমার মন্ত্রিসভার কেউ জড়িত থাকেন, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে।