Monday, May 6, 2024
Latestদেশ

দিল্লিতে আইবি অফিসার অঙ্কিত শর্মা হত্যায় অভিযুক্ত আপ কাউন্সিলর তাহির হুসেন

নয়াদিল্লি: আপ নেতা তাহির হুসেনের বিরুদ্ধে দিল্লি হিংসায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ আইবি আধিকারিক অঙ্কিত শর্মার খুনে মদত আছে আপ নেতা তাহির হুসেনের। বুধবার নিহতের পরিবার এই অভিযোগ জানিয়েছে।

বুধবার নিহতের পরিবার অভিযোগ জানিয়েছে, আইবি আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার পিছনে আপ নেতা তথা পূর্ব দিল্লির নেহরু বিহার কেন্দ্রের পুর কাউন্সিলর মহম্মদ তাহির হুসেন ও তার সমর্থদের ভূমিকা রয়েছে। নিহত অঙ্কিতের ভাই তাঁর দাদার হত্যার জন্য সরাসরি তাহির হুসেন ও তার সমর্থকদের দায়ী করেছেন।

অঙ্কিতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন চাঁদ বাগে তাহির হুসেনের বাড়ি থেকে ক্রমাগত পাথর ছোড়া হচ্ছিল। তাঁর বাবা রবিন্দর কুমার বলেন, ডিউটি সেরে ফেরার পথে আক্রান্ত হন অঙ্কিত।


অঙ্কিতের বাবা রবিন্দর কুমার সংবাদসংস্থা এএআইকে বলেন, পাথর ছোড়াছুড়ি চলাকালীন অঙ্কিত চাঁদ বাগে গিয়েছিল। তখন প্রায় ১৫-২০ জন তাহির হুসেনের বাড়ি থেকে বেরিয়ে এসে অঙ্কিত-সহ ৫-৬ জনকে জোর করে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায়। বাধা দিলে প্রত্যক্ষদর্শীদের নিশানা করে তারা গুলি চালায়।

এদিকে, একটি ভিডিওতে দেখা গিয়েছে, তাহির হুসেন এবং তাঁর কয়েকজন একটি বাড়ির ছাদে ঘুরছেন। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে আবার পাথর ছোঁড়ার অভিযোগ আছে। ওই ছাঁদ থেকে পেট্রোল বোমা ছোঁড়া হয়েছিল, এমন অভিযোগও উঠেছে। ওই ভিডিওতে তাহির হুসেনের হাতে লাঠিও দেখা গিয়েছে।