Tuesday, June 24, 2025
Latestদেশ

অঙ্কিত শর্মা হত্যায় অভিযুক্ত তাহির হুসেনের বাড়ি থেকে উদ্ধার অ্যাসিড, পেট্রোল বোমা, পাথর

নয়াদিল্লি: দিল্লিতে সংঘর্ষের ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠল আপ নেতা তাহির হুসেনের বিরুদ্ধে। চাঁদবাগে নিহত আইবি অফিসারের পরিবারের অভিযোগ, আপ নেতা তাহির হুসেনের সমর্থকরাই তার ছেলে অঙ্কিতকে হত্যা করেছে। এদিকে, তাহির হুসেনের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় পেট্রোল বোমা, অ্যাসিড, পাথর।

বৃহস্পতিবার সকালে অ্যাসিড, পেট্রোল বোমা, পাথর ও পাথর ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়েছে তাহিরের বাড়ি থেকে। এছাড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লাঠি হাতে ছাদে হাঁটছেন তাহির আর তার দলবল পাথর ছুঁড়ছে। এরপর ওই কেমিক্যাল ভর্তি প্যাকেট পাওয়া যায়।


অঙ্কিত শর্মার প্রতিবেশীরা জানিয়েছেন, শুধু এই হত্যার সঙ্গে তাহির ও তার সমর্থকেরা জড়িয়ে আছেন। যেদিন গোলমাল হয়, সেদিন তাহিরের বাড়িই ছিল দুষ্কৃতীদের ঘাঁটি। সেখান থেকে পেট্রোল বোমা, ইঁট ছোড়া হয়। উল্লেখ্য, এসএসবির জওয়ানদের উপরেও অ্যাসিড হামলা ঘটনা ঘটে।

মঙ্গলবার জাফরাবাদ অঞ্চলের একটি নর্দমা থেকে উদ্ধার হয় আইবি আধিকারিক অঙ্কিত শর্মার দেহ। তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, বলে অভিযোগ। অঙ্কিতের বাবা রবীন্দ্র শর্মার অভিযোগ, তাহির হুসেন ওতার সমর্থকরা তাঁর ছেলেকে হত্যা করেছে। মারধরের পর গুলি করে হত্যা করা হয় অঙ্কিতকে। এরপর নর্দমায় ফেলে দেওয়া হয় দেহ।