Thursday, May 16, 2024
দেশ

‘শুধুমাত্র দীপাবলীর সময় নয়, সারাবছরই দূষণ নিয়ে ভাবা উচিত’, বায়ু দূষণ প্রসঙ্গে গৌতম গম্ভীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি। সকলে মেতে উঠেছেন আলোর উৎসবে। একাংশের অভিযোগ, পটকা- বাজি ফাটানোয় মারাত্মকভাবে বায়ুদূষণ হচ্ছে। তাই দীপাবলিতে পটকা ফাঁটানো বন্ধ করা হোক। এ প্রসঙ্গে এবার বোমা ফাটালেন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীর বলেন, “শুধুমাত্র দীপাবলীর সময় নয়, দূষণের বিষয়ে সারা বছর ভাবা উচিত। এই বিষয়ে কাঠামো গড়ে তুলতে সরকারের খরচ করা উচিত। দিল্লি সরকার বিগত ৯ বছর ধরে ধুলো কমানোর ক্ষেত্রে কোনো কাজ করা হয়নি।”

গৌতম গম্ভীরের অভিযোগ, “কোন ভ্যাকুয়াম ক্লিনার বা জল ছেটানোর জন্য কোন যন্ত্র নিয়ে আসা হয়নি। কৃত্রিম বৃষ্টিপাতও করা হয়নি। পরিস্থিতি এতটাই মারাত্মক যে দিল্লিতে এখন ৭০ শতাংশ বাচ্চা নেবুলাইজারের সাহায্য নিতে হয়।”


উল্লেখ্য, দিল্লিতে সারাবছরই বায়ুদূষণের সমস্যা রয়েছে। তবে দীপাবলির সময় সেই সমস্যা আরও তীব্র হয়েছে।