Thursday, December 12, 2024
FEATUREDখেলা

স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অপ্রতিরোধ্য ভারত। এখনও পর্যন্ত সবগুলি ম্যাচ জিতে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ (ICC World Cup 2023 final) অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ১৯ নভেম্বর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হতে চলা ২০২৩ বিশ্বকাপের ফাইনাল স্টেডিয়ামে বসে দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এমনটাই খবর প্রধানমন্ত্রীর দফতর থেকে।

রোহিত-কোহলিদের উৎসাহ দিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্বয়ং মোদী। গোটা দেশের নজর এবার বিশ্বকাপ জয়ের দিকে। ১২ বছর আগে শেষ বার বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময়ে ভারত অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার রোহিত শর্মার নেতৃত্বে দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ভারতের প্রতিটি জয়ে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। বুধবার সেমিফাইনালে জেতার পরে ভারতকে অভিনন্দন জানিয়েছিলেন। বিশেষভাবে কোহলি এবং মহম্মদ শামির শুভেচ্ছা জানিয়েছেন। শামির দুরন্ত স্পেল ও ৭ উইকেট নেওয়ায় বেজায় খুশি প্রধানমন্ত্রী মোদী।