Thursday, May 2, 2024
দেশ

বিশ্বের সেরা ধনকুবেরের তালিকায় ১৫ তম স্থানে গৌতম আদানি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের জেরে আদানি গ্রুপের পতন যেন থামছেই না। বুধবারও ধস নেমেছে আদানি গ্রুপের শেয়ারে। তালিকাভুক্ত আদানি গ্রুপের মোট আটটি প্রতিষ্ঠানের সূচক কমেছে উল্লেখযোগ্য হারে।

এর ফলে বিশ্বের সেরা ১০ ধনকুবেরের তালিকা থেকেও ছিটকে গেলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচকে এই মুহূর্তে ১৫ তম স্থানে রয়েছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ কমে দাড়িয়েছে ৭৪.৭ বিলিয়ন ডলারে।

গত ২৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ ভারতের শীর্ষ এই ধনীর বিরুদ্ধে ‘কর্পোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির অভিযোগ তুলেছে। তাদের দাবি, ভারতীয় পতাকায় শরীর ঢেকে দেশ লুট করছেন গৌতম আদানি।

হিন্ডেনবার্গ জানিয়েছে, এক দশক ধরে আদানি গ্রুপ তার কোম্পানিগুলোর শেয়ারের দর কৃত্রিমভাবে বাড়িয়েছে। গৌতম আদানির প্রায় ১৩ হাজার কোটি ডলার সম্পদের ১০ হাজার কোটি ডলারই অর্জিত হয়েছে গত তিন বছরে স্টক জালিয়াতির মাধ্যমে অর্থাৎ কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে। – Forbes