Friday, April 19, 2024
FEATUREDদেশ

বাজেট ২০২৩ : কোন কোন জিনিসের দাম বাড়লো-কমল?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বুধবার ‘সাধারণ বাজেট ২০২৩’ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজস্ব আয় বাড়াতে বাজেটে কিছু সামগ্রীর ওপর আন্তঃশুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। বাজেটে কর ছাড়ও দেওয়া হয়েছে।  রপ্তানিতে উৎসাহ দিতে, উৎপাদন বাড়াতে কিছু সামগ্রীর ওপর কর কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি। বাজেটে বেশ কিছু জিনিসের দাম বেড়েছে। সস্তা হয়েছে কিছু পণ্যের দাম।

একনজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালের বাজেটের খুঁটিনাটি:

যেসব জিনিসের দাম কমতে পারে:

বাজেটে টিভি প্যানেলের ওপেন সেলের ওপর আন্তঃশুল্ক ২.৫ শতাংশ কমানো হয়েছে

কমছে দেশে তৈরি ইলেকট্রিক গাড়ির দাম।

মোবাইল ফোন তৈরির জন্য বেশ কিছু সামগ্রীর ওপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব

ল্যাবরেটরিতে তৈরি হীরার ওপর আন্তঃশুল্ক কমানো হয়েছে

চিংড়ি রপ্তানিতে উৎসাহ দিতে তার রেণুর ওপর আন্তঃশুল্ক কমানো হয়েছে

ক্যামেরার লেন্সের দামও কমানো হয়েছে। 

শিশুদের দেশি খেলনার দাম কমানো হয়েছে।

বাজেটে খেলনার ওপর শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

দেশি সাইকেলের দামও কমানো হয়েছে।

লিথিয়াম ব্যাটারির দাম কমানো হয়েছে।

 

বাজেটে দাম বাড়তে পারে যেসব জিনিসের: 

দাম বাড়বে সিগারেটের। সিগারেটের ওপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে।

কম্পাউন্ডেড রাবার আমদানির ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

গোল্ড বার থেকে তৈরি সামগ্রীর ওপর আন্তঃশুল্ক বাড়ানোর প্রস্তাব।

রান্নাঘরে ইলেকট্রিক চিমনির ওপর আন্তঃশুল্ক ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

বিদেশি ইলেকট্রিক গাড়ির দাম বাড়বে। 

ইমিটেশন গয়নার দাম বাড়তে চলেছে।

প্লাটিনাম ধাতুর যাবতীয় গয়নার দামও বাড়তে চলেছে।

সোনার ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে বাড়তে পারে সোনার দামও।