Wednesday, May 8, 2024
কলকাতা

পাশে এত দুর্বৃত্ত, একা দিদির পক্ষে সামলানো সম্ভব নয়: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্নীতি মামলায় ধৃত অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের কাছ থেকে দু’টি পাসপোর্ট মিলেছে। বুধবার শুনানি পর্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “মানিক ভট্টাচার্যের দু’টি পাসপোর্টের হদিশ পাওয়া গিয়েছে। লজ্জার বিষয় এটাই এখনও উনি বিধায়ক পদে রয়েছেন। ইস্তফা দেননি।”

এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘দিদি একা আর সামলাতে পারছেন না। চারপাশে এত দুর্বৃত্ত থাকলে তিনি সামলাবেন কী করে? সম্ভব নয়। সবাই জানে।’ এ প্রসঙ্গে ভূপেন হাজারিকার গান ‘হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে’ স্মরণ করে তিনি।

তবে ‘দিদি’ বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাকে বোধাতে চাইলেন? তা খোলসা করেননি তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতা, মন্ত্রী, অভিনেতা-অভিনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলে সম্বোধন করেন।