ভারতের তৈরি মহাকাশযানে চেপে মহাকাশে যাবে মানুষ, প্রস্তুতি শুরু ইসরোর, আগস্ট-সেপ্টেম্বরেই ট্রায়াল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চাঁদের মাটি ছুঁতে চলেছে ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। সৌরযান উৎক্ষেপণের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এবার সংসদে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বড় ঘোষণা করলেন। তিনি জানালেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযানে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘গগনযান অভিযান’ (Gaganyaan Mission)।
জিতেন্দ্র সিং জানিয়েছেন, মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। আগস্ট-সেপ্টেম্বর নাগাদ ক্রু এসকেপ সিস্টেমের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে। পরীক্ষামূলক ভাবে একটি সিঙ্গল স্টেজ লিকুইড প্রপেলান্ট রকেট নিয়ে এই পরীক্ষা হবে।
Mission Gaganyaan:
🔸VSSC/ISRO, in collaboration with ADRDE/ @DRDO_India , successfully conducted Drogue Parachute Deployment Tests at the RTRS facility in Chandigarh.
🔸Drogue parachutes, armed with pyro-based mortars, stabilize and decelerate the crew module during re-entry… pic.twitter.com/q9AN3jAxYN
— ISRO (@isro) August 12, 2023
জিতেন্দ্র সিং বলেন, “পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। মহাকাশচারীদের রকেটও তৈরি রাখা হয়েছে। রকেটের প্রপালসন প্রযুক্তি ইতিমধ্যেই স্থলভূমির উপর পরীক্ষা করে দেখেছে ইসরো। ৮ থেকে ১০ আগস্ট তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ড্রোগ প্যারাশ্যুট নিয়ে রকেটের অবতরণ পরীক্ষা করে দেখা হয়েছে।”