Thursday, September 19, 2024
বিনোদন

প্রথমদিনই বক্স অফিসে ঝড় তুললো সানি দেওলের ‘গদর ২’; কত কোটি টাকা ব্যবসা করলো?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুললো সানি দেওল ও আমিশা প্যাটেলের ‘গদর ২’। ২২ বছর পরেও এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শুক্রবার প্রেক্ষাগৃহের বাইরে উপছে পড়া ভিড় দেখা যায়। প্রথম দিনেই এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমার খেতাব জিতে নিল ‘গদর ২’।

জানা গেছে, প্রথম দিনে ৪০ কোটি টাকা ব্যবসা করেছে ‘গদর ২’। যা সলমান, প্রভাস, রণবীরের সিনেমাকেও পিছনে ফেলে দিল। 

উল্লেখ্য, সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’এর প্রথম দিনের কালেকশন ছিল ১৫ কোটি টাকা। রণবীর কাপুরের ‘তু ঝুটি মে মক্কার’ প্রথমদিনে আয় করেছিল ১৮ কোটি টাকা। দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘আদিপুরুষ’কেও পিছনে ফেলে দিল ‘গদর ২’। প্রথমদিনই যেভাবে সাড়া ফেলেছে, তাতে মনে করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহ বক্স অফিসে ঝড় তুলবে এই সিনেমা।