Sunday, September 15, 2024
দেশ

এবার জ্ঞানবাপীতে সমীক্ষার কাজে হাত লাগালো IIT-কানপুরের প্রযুক্তিবিদ দল, ফের আদালতের দ্বারস্থ মসজিদ কমিটি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালাচ্ছে এএসআই প্রতিনিধি দল। এবার IIT-কানপুর টিম ASI আধিকারিকদের সাথে জ্ঞানবাপী সমীক্ষা পরিচালনার জন্য হাত মিলিয়েছে।

বুধবার IIT-কানপুরের একটি দল ভারতের আর্কিওলজিক্যাল স্টাডি অফ ইন্ডিয়া (ASI) এর সাথে যৌথভাবে জ্ঞানবাপী কমপ্লেক্সে বৈজ্ঞানিক সমীক্ষা পরিচালনা করবে৷ এছাড়াও, আজকের জ্ঞানবাপী এএসআই সমীক্ষায়ও জিপিআর প্রযুক্তি ব্যবহার করা হবে।

এর আগে আদালত জানিয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষা জরুরি। তবে কোনোভাবেই মসজিদ প্রাঙ্গনের ভিতরে খনন করা হবে না।

এএসআই ইতিমধ্যেই জ্ঞানবাপী কমপ্লেক্সের উত্তর প্রাচীর, গম্বুজ এবং বেসমেন্ট জরিপ করেছে। এএসআই জ্ঞানবাপী কমপ্লেক্সের পরিমাপ, ম্যাপিং এবং ফটোগ্রাফির করেছে। সমীক্ষার সময় মুসলিম পক্ষের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এদিকে, শুক্রবার আবার এএসআই সমীক্ষা বন্ধের জন্য নতুন করে বারাণসী জেলা আদালতের দ্বারস্থ হয়েছে মুসলিম কমিটি।