Saturday, May 18, 2024
দেশ

PM CARES-এর অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: করোনা মোকাবিলার জন্য তৈরি হয়েছিল প্রাইম মিনিস্টারস সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন (পিএম কেয়ার ফান্ড)। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, পিএম কেয়ার তহবিলের অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে জমা করার দরকার নেই। পিএম কেয়ার তহবিলে অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে পাঠানো হোক এই দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দাখিল করেছিল একটি এনজিও। এদিন দেশের সর্বোচ্চ আদালত সেই এই মামলা খারিজ করে দিল।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য সংগ্রহ করা অর্থ সম্পূর্ণ আলাদা এবং এটি একটি দাতব্য তহবিল। তাই ওই ফান্ডের টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে হস্তান্তরের কোনও প্রয়োজন নেই।

উল্লেখ্য, সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামে একটি এনজিও সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। তারা আবেদনে জানায়, অতিমারি করোনা মোকাবিলায় যে পরিমাণ অর্থ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সংগৃহীত হয়েছে বা ভবিষ্যতে হবে তা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে স্থানান্তরিত করার বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। ওই আবেদনে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বিপর্যয় মোকাবিলা আইনের নিয়মনীতি লঙ্ঘন করেছে বলেও দাবি করা হয়।

এদিন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়েছে, পিএম কেয়ার ফান্ড ও জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল সম্পূর্ণ পৃথক। পিএম কেয়ার ফান্ডে বিভিন্ন স্বেচ্ছাসেবী ট্রাস্টের দান। তাই এই অনুদানের টাকা এনডিআরএফ কে দেওয়া যায় না। তাই তহবিল স্থানান্তরের কোনও প্রয়োজন নেই।