আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন
মুম্বাই: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০ এর টাইটেল স্পনসর ক্রিকেট লিগের প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন। ড্রিম ইলেভেন টাইটেল স্পনসরশিপের জন্য ২২২ কোটি টাকা বিড করেছিল। অন্যদিকে, আনাকাডেমি বিড করেছিল ২১০ কোটি টাকা, টাটা সন্স ১৮০ কোটি এবং বাইজু ১২৫ কোটি টাকা বিড করেছিল।
সবথেকে বেশি টাকা বিড করায় চলতি মরসুমের আইপিএল স্পনসর ড্রিম ইলেভেন। আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল এই ঘোষণা দেন। তিনি বলেন, ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি পাকা হয়েছে।
আপাতত ৩১ ডিসেম্বর অবধি চুক্তি করা হয়েছে ড্রিম ইলেভেনের সঙ্গে। তাঁদের সঙ্গে ২২২ কোটি টাকার চুক্তি হয়েছে বোর্ডের। এক বছরের জন্যই এই চুক্তি। জানা গিয়েছে, আগামী বছর ফের ভিভোকেই ফিরিয়ে আনা হতে পারে।
উল্লেখ্য, ২০১৭ সালে ভিভোর সঙ্গে ৫ বছরের চুক্তি করেছিল বিসিসিআই। প্রতি বছর ৪৪০ কোটি টাকা করে মোট ২২০০ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভোর সঙ্গে। যদি এ বছরই ভিভোর চুক্তি বাতিল করা হয় তাহলে তিন বছর অর্থাৎ ১৩২০ কোটি টাকা লোকসান হবে বিসিসিআইয়ের। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল টুর্নামেন্ট।


