Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

চরবৃত্তির অভিযোগে চিনা সংস্থা Huawei-এর উপর নিষেধাজ্ঞা আমেরিকার

ওয়াশিংটন: চরবৃত্তির অভিযোগে চিনা সংস্থা হুয়াইয়ের (Huawei) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। সোমবার হুয়াইয়ের উপর বাড়তি নিষেধাজ্ঞা চাপাল ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, আমরা চাই না হুয়াইয়ের সরঞ্জাম বা যন্ত্রাংশ আমেরিকায় থাকুক। কারণ হুয়াইয়ের মাধ্যমে চিন সরকার আমাদের উপর নজর রাখছে। যে দেশগুলি হুয়াইয়ের সঙ্গে কাজ করবে বা তাদের সরঞ্জাম ব্যবহার করবে, তাদের সঙ্গে আমরা কোনও গোয়েন্দা তথ্য আদান-প্রদান করব না।

হুয়াইয়ের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপানোর ফলে মোবাইল ফোন তথা কম্পিউটার তৈরিতে অত্যন্ত জরুরি ‘চিপ’ সংক্রান্ত প্রযুক্তি পাবে না হুয়াই। মার্কিন বাণিজ্য সচিব উইলবার রস এক বিবৃতিতে বলেছেন, হুয়াই এবং এর সহযোগী সংগঠনগুলি তৃতীয় পক্ষের মাধ্যমে মার্কিন প্রযুক্তি ব্যবহারের পদ্ধতিতে এমনভাবে কাজ করেছে যাতে মার্কিন জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি স্বার্থ ক্ষুন্ন করা হয়।

উল্লেখ্য, শুধু আমেরিকা নয়, গত জুলাই মাসে নিরাপত্তা ও তথ্য চুরির অভিযোগে ব্রিটেনও হুয়াইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।  ব্রিটেনে হুয়েইয়ের প্রযুক্তি ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।