Saturday, December 9, 2023
দেশ

আগামী ৫ বছর বিনামূল্যে দেশের ৮০ কোটি মানুষকে রেশন দেওয়া হবে, বড় ঘোষণা মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ে নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, আগামী ৫ দেশের ৮০ কোটি নাগরিককে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। ফ্রিতেই মিলবে এই রেশন।

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে ৫ রাজ্যের বিধানসভা ভোটকে ‘সেমিফাইনাল’ হিসেবে ধরা হচ্ছে। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। লোকসভা ভোটের আগে তাই ৫ রাজ্যের বিধানসভা ভোট বেশ গুরুত্বপূর্ণ। তার আগে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

মোদী জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ফ্রিতে এই রেশন দেওয়া হবে। আগামী ৫ বছর দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে পাবেন এই রেশন।

উল্লেখ্য, মহামারি করোনা পরিস্থিতিতে বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে সেই প্রকল্প। এবার ফ্রিতে আগামী ৫ বছর রেশন দেওয়ার ঘোষণা কেন্দ্রের।