Monday, May 6, 2024
কলকাতা

‘ভারতের উন্নতিতে সবথেকে বড় বাঁধা হল ভাইপোবাদ’, খোঁচা মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের পরিবারতন্ত্রের রাজনীতিকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুস্তান লিডারশিপ সামিট ২০২৩ এ পরিবারবাদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মোদী। 

মোদী বলেন, ‘ভারতের উন্নতিতে একটি সত্যিকারের বাঁধা হল পরিবারবাদ ও ভাই-ভাতিজাবাদ। সেই ব্যক্তিই আগে এগিয়ে যেতেন যিনি কোনও নামকরা পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন। অথবা কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর পরিচিতি রয়েছে। দেশের সাধারণ নাগরিকরা কথা বলতে পারতেন না। গুরুত্ব ছিল না।’

মোদী বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে, রাজনীতি হোক বা পদ্ম সম্মানের ক্ষেত্রে দেশের সাধারণ নাগরিকরা ভাবতেন, প্রভাবশালী না হলে তাঁদের সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। কিন্তু গত কয়েক বছরে দেখেছেন সবক্ষেত্রেই দেশের সাধারণ নাগরিকদেরও ক্ষমতায়ন হয়েছে। তাঁরা উৎসাহিত বোধ করছেন। এখন তাঁদের কোনও প্রভাবশালী ব্যক্তিকে তোষামোদ করতে হবে না।’

উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে রয়েছে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মোদীর পরিবারতন্ত্র নিয়ে খোঁচা তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, মোদী এই বক্তব্যে বাংলার যোগসূত্র রয়েছে। কারণ বাংলাতেও ভাইপোবাদ বিষয়টি বহুল পরিচিত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরোধীরা ভাইপো বলে সম্বোধন করেন। বাংলার পিসি-ভাইপোর রাজ চলে বলে দাবি করেন বিরোধীরা।