Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

ফের ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে কাঁপছে পাকিস্তান, সতর্ক পাক সেনা

ইসলামাবাদ: ফের পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) চালাতে পারে ভারত! এমন আশঙ্কায় ভয়ে কাঁপছে পাকিস্তান (Pakistan)। জিও টিভি-সহ বেশকিছু পাকিস্তানি সংবাদ মাধ্যম এমনটাই জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ভারত খুব কঠিন অবস্থায় রয়েছে। কৃষি বিল বাতিলের দাবিতে সরকার প্রবল চাপে রয়েছে। তাই সেদিক থেকে নজর ঘুরিয়ে দেশবাসীর কাছে হিরো সাজাতে পাকিস্তানে হামলা চালাতে পারে মোদী সরকার।

সেনার তরফে গোপন সূত্রে পাক সংবাদমাধ্যম জানিয়েছে, কৃষক আন্দোলন থেকে নজর ঘোরাতে এমন পদক্ষেপ নিতে পারে দিল্লি। পাক সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে। জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে দু’দেশের সীমানা রয়েছে। ভারত কোথায় হামলা করতে পারে সেটাও নাকি জানা রয়েছে পাক সেনার। তারা আগাম নিজেদের সবদিক থেকেই প্রস্তুত রেখেছে এমনটাই বলা হয়েছে রিপোর্টে।

পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম জিয়ো নিউজ বলেছে, ঘরে ও বাইরে চাপে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম ও লাদাখে ‘হারের পরে’ দেশবাসীর নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে নয়াদিল্লি।

সূত্রকে উদ্ধৃত করে জিয়ো নিউজ বলেছে, নিয়ন্ত্রণরেখায় হামলা করতে চাইছে ভারত। সেটা হতে পারে সার্জিক্যাল স্ট্রাইকও। ওই সংবাদমাধ্যমের সূত্রের দাবি, এই মুহূর্তে কৃষি আইনে বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে, সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন— এ সব থেকে নজর ঘোরাতে চাইছে কেন্দ্রের মোদী সরকার।

জিয়ো নিউজ তাদের প্রতিবেদনে আরও বলেছে, ২০১৬ সালে কোনও প্রমাণ ছাড়াই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক করেছিল ভারত। ২০১৯ সালেও একই পদক্ষেপ নিতে চেয়েছিল নয়াদিল্লি। কিন্তু পারেনি।