Sunday, May 5, 2024
রাজ্য​

রাষ্ট্রপতি শাসন নয়, গণতান্ত্রিক পথেই মমতা সরকারকে উৎখাত করা হবে, হুঙ্কার নাড্ডার

কলকাতা: বিজেপির টার্গেট এবার ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলা দখল করা। সেজন্য একাধিক কেন্দ্রীয় নেতা-মন্ত্রী রাজ্য সফরে আসছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য সফরের প্রথম দিন বুধবার কলকাতার তাঁকে কালো পতাকা দেখানো হয়। এরপর বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের কর্মসূচিতে যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চালানো হয়। এরপর রাজ্য বিজেপি নেতৃত্ব বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছিলেন। সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিলেন নাড্ডা।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নাড্ডা বলেন, এরাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সেই কথা তুলে ধরে রাজ্য বিজেপি নেতৃত্ব প্রায়শই রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান। তবে রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হলেও রাষ্ট্রপতি শাসন নয়, অন্য উপায় বাতলে দিলেন তিনি।

নাড্ডা বলেন, বাংলায় একের পর এক রাজনৈতিক নেতা-কর্মী-সমর্থককে খুন হচ্ছে। অনেকেই ৩৫৬ ধারার প্রয়োগের দাবি জানাচ্ছেন। তবে বিজেপি গণতান্ত্রিক পথেই লড়াই করবে।

মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগেন নাড্ডা বলেন, মমতার আমলে বাংলায় অসহিষ্ণুতা বেড়েছে, রাজ্যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। বাংলার সাংস্কৃতিক অবনমন হয়েছে।

তাঁর কনভয়ে হামলা প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেন, ১৯১৩ সালে আজকের দিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লিখেছিলেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’। একই সঙ্গে আজ বিশ্ব মানবাধিকার দিবস। সেই দিক থেকে এটা বাংলার ক্ষেত্রে লজ্জাজনক দিন।