Monday, November 17, 2025
রাজ্য​

টার্গেট বাংলা, ১৯-২০ ডিসেম্বর রাজ্যে আসছেন অমিত শাহ

কলকাতা: গতকালই ডায়মন্ড হারবারে কর্মীসভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীর জেপি নাড্ডা। যাওয়ার পথে তাঁর কনভয়ে হামলা চালানো হয়েছিল। যা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরমধ্যেই জানা গেল, ফের রাজ্যে আসছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বাংলা সফরে আসবেন তিনি।

বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের এত ঘনঘন বঙ্গ সফরই প্রমাণ করে গেরুয়া শিবিরের টার্গেট বাংলার বিধানসভা ভোট। লক্ষ্য পূরণ করতে সর্বশক্তি ঝাঁপাচ্ছে পদ্ম বাহিনী। তাইতো কেন্দ্রীয় নেতা, মন্ত্রীদের এ রাজ্যে ঘনঘন সভা সমাবেশ।

নভেম্বরের প্রথম সপ্তাহেই দু’দিনের রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও কলকাতায় কর্মসূচি ছিল তাঁর। এবারের সফরে সাংগঠনিক কাজে তিনি উত্তরবঙ্গে যাবেন বলে খবর। তাঁর রাজ্য সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, আজ বা আগামিকালের মধ্যেই তা ঠিক হবে বলে জানা গিয়েছে।

নভেম্বরে রাজ্য সংগঠনকে ২৩ দফা কর্মসূচি দিয়েছিলেন অমিত শাহ। সেই কাজ ঠিক কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখবেন তিনি। এছাড়া উত্তরবঙ্গে সংগঠন এই মুহূর্তে ঠিক কি অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখাই অমিত শাহর এবারের সফরের মূল লক্ষ্য।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।