Saturday, July 27, 2024
রাজ্য​

কলকাতায় ৭৫ কিমি, উত্তর ২৪ পরগনায় ৮০ কিমি, কোন জেলায় ঝড়ের গতিবেগে কত?

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সর্বশেষ আপডেট কি? আবহাওয়া দফতর বলছে, রাজ্যের থেকে বিপর্যয় সরলেও ইয়াস পুরোপুরি এড়াতে পারবে না পশ্চিমবঙ্গ। মঙ্গলবার দুপুরে আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ সব থেকে বেশি থাকবে পূর্ব মেদিনীপুরে।

বুধবার ভোরে পূর্ব মেদিনীপুর উপকূলে বাতাসের গতিবেগ থাকবে ৯০ – ১২০ কিলোমিটার। যা সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বাতাসের গতিবেগ থাকবে ৮০ – ৯০ কিলোমিটার। যা সর্বোচ্চ ১০০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

কলকাতায় বাতাসের গতিবেগ থাকবে ৬৫ – ৭৫ কিলোমিটার। তবে বাতাসের গতিবেগ কখনও কখনও ঘণ্টায় ৮৫ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে। উত্তর ২৪ পরগনায় বাতাসের গতিবেগ থাকবে ৭০ – ৮০ কিলোমিটার, হাওড়া, হুগলিতে ৬০ – ৮০ কিলোমিটার।

বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, নদিয়া ও দুই বর্ধমানে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার। যা সর্বোচ্চ ৯০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার থাকতে পারে। যা সর্বোচ্চ ৭০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।