Sunday, May 5, 2024
দেশ

প্রত্যেক সাংবাদিকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে করা দেশদ্রোহিতার মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। গত বছর ইউটিউব শোয়ের জন্য তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার সেই এফআইআর খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।

শীর্ষ আদালত জানিয়েছে, ১৯৬২ সালের নির্দেশিকা অনুযায়ী দেশদ্রোহের মামলায় প্রত্যেক সাংবাদিকের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তাই বিনোদ দুয়ারের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দেওয়া হল।

২০২০ সালের ৩০ মার্চ একটি ভিডিওতে কেন্দ্রের সমালোচনা করেছিলেন দুয়া। এরপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অজয় শ্যাম। ভুয়ো খবর ছড়ানো, মানহানি, পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ তুলে বিনোদ দুয়ারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই অভিযোগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিনোদ। সেদিন দুয়ারকে স্বস্তি দিয়ে মামলা খারিজ করে দিল বিচারপতি ইউ ইউ ললিত এবং বিনীত সরণের ডিভিশন বেঞ্জ।

বিনোদ আরও আবেদন করেছিলেন, বিশেষজ্ঞ কমিটির অনুমোদন ছাড়া ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কোনও সংবাদকর্মীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করা যাবে। তবে তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বেঞ্চ জানিয়েছে, এই ধরনের নির্দেশে আইন ব্যবস্থা বিঘ্নিত হবে।