Saturday, May 18, 2024
রাজ্য​

মুকুল-জায়া কেমন আছেন? খোঁজ নিতে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী

কলকাতা: বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ মুকুল রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, মুকুল-পত্নীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। ফোনে তাঁরা মিনিট দুয়েক কথা বলেন বলে খবর।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় আচমকা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাজ্যের বিধায়ক মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়। ড্যামেজ কন্ট্রোল করতে কিছুক্ষণ পরেই হাসপাতালে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার মুকুলকে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, মে মাসের মাঝামাঝি সস্ত্রীক করোনা আক্রান্ত হন মুকুল রায়। মুকুল রায় হোম আইসোলেশন ছিলেন। কিন্তু মুকুল-জায়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসা চলছে মুকুল জায়ার।

হাসপাতাল সূত্রে খবর, মুকুল-জায়া কৃষ্ণা রায় করোনা মুক্ত হলেও এখনও তাঁর অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে। সেই কারণে ভেন্টিলেশনেই রয়েছেন তিনি।