Thursday, May 2, 2024
আন্তর্জাতিক

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে আসলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক। দুই মাসের বেশি সময় পর তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি।

ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় ২০২২ ডিসেম্বরে মাস্ককে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের সিইও।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সোমবার ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম বাড়ার ফলে ইলন মাস্কের সম্পদ বেড়েছে।

যার ফলে সোমবার বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে ফের নিজের হারানো অবস্থান ফিরে পেলেন ইলন মাস্ক। টুইটার কেনা এবং টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে ধনকুবেরের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছিলেন তিনি।