Friday, May 17, 2024
খেলা

বেঞ্জেমা-এমবাপেকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফিফার বর্ষসেরা ফুটবলার আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওয়েন মেসি। বর্ষসেরার লড়াইয়ে ছিলেন ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা, বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক-সহ কাতারে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপেও। তবে তাঁদের টেক্কা দিয়ে খেতাব জিতলেন মেসি।

বর্ষসেরার খেতাব জেতার পর মেসি বলেন, “২০২২ সাল একটি দুর্দান্ত বছর ছিল। এখানে উপস্থিত হতে পারা এবং এই পুরস্কার জিততে পারা আমার জন্য সম্মানের। আমি কোচ লিওনেল স্কালোনি এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, তাঁদের ছাড়া এটা সম্ভব হতো না।”

এদিকে, বর্ষসেরা সেরা মহিলা ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলা।

পুরুষদের বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জেতেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এমিলিয়ানো মার্টেনেজ। তাছাড়া আর্জেন্তিনার সমর্থকদের বেস্ট ফ্যান হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

এর আগে ২০১৯ সালে মেসি বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে দ্বিতীয় হয়েছেন এমবাপে। তৃতীয় হয়েছেন বেঞ্জেমা। লুকা মদ্রিচ চতুর্থ। পঞ্চম হন হালান্ড। নেইমার নবম স্থানে। লেওয়ানডস্কি ১২ নম্বরে। মহম্মদ সালাহর ১৪ হয়েছেন।