Tuesday, March 25, 2025
দেশ

আগামী পাঁচ বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হবে ভারত: মোদী

নয়াদিল্লি: দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামীকাল অর্থাৎ ৫ই জুলাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। তার আগে ২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভের আউটলাইন ভিশন বলছে, ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে হবে ভারতকে। এই আশাপ্রকাশ করে বৃহস্পতিবার টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী লিখেছেন, অর্থনৈতিক সমীক্ষা ২০১৯-র মূল লক্ষ্য আগামী পাঁচ বছরে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলার (প্রায় ৩৪ লাখ ৪০ হাজার ৭৫০ কোটি) অর্থনীতিতে পৌঁছে দেওয়া।


টুইটারে মোদী জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তির ব্যবহারের মাধ্যমে দেশের সামাজিক সেক্টরগুলিকে কীভাবে আরও বিকশিত করা যায়, তার একটি রূপরেখাও এই অর্থনৈতিক সমীক্ষায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.৮ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হবে বলে কেন্দ্রের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়াণের লেখা সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে।