Friday, December 13, 2024
কলকাতা

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করুক CBI-NIA, হাইকোর্টে মামলা দায়ের বিজেপি নেতা শুভেন্দু ও রাজর্ষির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নীলগঞ্জে ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই শফিক আলি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই-এনএআইকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। 

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে সিবিআই-এনএআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রাজর্ষি লাহিড়ী। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে।

জনস্বার্থ মামলায় বলা হয়েছে, কিভাবে বিস্ফোরণ ঘটল? এত মানুষ কিভাবে মারা গেল? গোটা বিষয়টি খতিয়ে দেখুক এনআইএ।

বিজেপির তরফে অভিযোগ, ওই এলাকায় লুকিয়ে বোমা তৈরি হতো, মারণাস্ত্র তৈরি হতো। রাজ্যের জেলায়-জেলায় বোমা তৈরি হচ্ছে।