Thursday, December 5, 2024
কলকাতা

‘লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হবে অভিষেককে’, চিন্তায় মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির সিইও ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গতকালকে আমার ফোনে একজন মেসেজ করেছে। মেসেজে লেখা- লোকসভা ভোটের আগে অভিষেককে গ্রেফতার করা হবে।’ স্বয়ং মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।

উল্লেখ্য, ইতিমধ্যেই ইডি সরাসরি অভিষেকের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করেছে। ইডির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ই লিপস অ্যান্ড বাউন্ডসের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা সিইও। এই কোম্পানির মাধ্যমেই কালো টাকা সাদা করা হয়েছে।