Friday, October 11, 2024
দেশ

বাণিজ্য সহ একাধিক বিষয়ে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্রিকস সম্মেলনে সশরীরে উপস্থিত ছিলেন না রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিয়েছিলেন। এবার পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ বেশ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। ব্রিকস সম্মেলন সহ বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কথা হয়েছে বলে প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে যোগ দিতে পারেননি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক আদালত। তাই ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনেও আসছেন না পুতিন। তবে রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।