ব্রা-লেহঙ্গায় দীপাবলির শুভেচ্ছা! ইনস্টাগ্রামে ট্রোলড হলেন দিশা পাটানি
মুম্বাই: সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তাতেই ট্রোলডের শিকার হলেন তিনি। টাইগার শ্রফের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনের কথাও শোনা যায়। ‘এম.এস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় মাহির প্রথম প্রেমিকার চরিত্রে তাঁকে দেখা যায়। অল্প সময়ের উপস্থিতিতেই সকলের নজর কেড়েছিলেন দিশা।
ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে দিশা তাঁর যে ছবিটি পোস্ট করেছেন, তাতে তাঁর পোশাক নিয়ে আপত্তি তুলেছে নেটিজেন। ছবিতে একটি লেহঙ্গা, দুপট্টা ও স্পোর্টস ব্রা পরে রয়েছেন অভিনেত্রী। দীপাবলিতে এই পোশাক পরে তিনি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অপমান করেছেন বলে তোপ দাগেন নেটিজেনরা।
দীপাবলির মতো শুভ উৎসবে এমন পোশাক কী করে পরলেন দিশা সেটাই জানতে চেয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে এসে জড়ো হয়েছে হাজার হাজার নেতিবাচক মন্তব্য। দিশা নিজের প্রোফাইলের কমেন্ট সেকশন নিষ্ক্রিয় করে রাখলেও, তাঁর পোস্টটি অন্য একটি অ্যাকাউন্টে শেয়ার করা হলে সেখানেই সমালোচনার ঝড় ওঠে। কেউ বলেছেন, অন্তত এমন শুভ দিনে নিজের ব্রা-এর বিজ্ঞাপন করো না। কেউবা বলেছেন, বোকার মতো আজেবাজে কাজ করেছেন দিশা। অনেকে আবার তাঁর পাশে দাঁড়িয়ে বলেছেন, ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা সবার আছে।