মদিনায় যখন কোনও মন্দির নেই, তাহলে অযোধ্যায় মসজিদ কেন: উমা ভারতী
নয়াদিল্লি: পবিত্র মদিনা শহরে যেমন মন্দির বা ভ্যাটিকান সিটিতে মসজিদ তৈরি সম্ভব নয়, ঠিক তেমনই অযোধ্যায় মসজিদ নির্মাণের কথা বলাটা অন্যায়। সংবাদসংস্থা পিটিআই-কে দেওযা এক সাক্ষাৎকারে বললেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। তাঁর বক্তব্য,হিন্দুরা এমনিতে দুনিয়ার ‘সবচেয়ে সহনশীল’ মানুষ, কিন্তু অযোধ্যায় রামমন্দিরের ত্রিসীমানায় মসজিদ তৈরির কোনও প্রসঙ্গ উঠলেই তাঁরা ‘অসহনশীল’ হয়ে উঠতে পারেন।
উমা ভারতী বলেন, সারা বিশ্বে হিন্দুরা সবচেয়ে সহিষ্ণু। আমি সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ করছি, তাঁরা যেন অযোধ্যায় ভগবান রামচন্দ্রের জন্মস্থলের কাছে কোনও মসজিদ নির্মাণের কথা বলে হিন্দুদের অসহিষ্ণু না করে তোলেন। মদিনায় যেমন মন্দির বা ভ্যাটিকান সিটিতে যে কোনও মসজিদ নির্মাণ সম্ভব নয়, সে কথা উল্লেখ করে উমা ভারতী বলেন, অযোধ্যায় মসজিদ স্থাপনের কথা বলা অনুচিত। রাম মন্দির তৈরী বিষয়টি এখন আদালতে ঝুলে রয়েছে।
We strongly support UM Uma Bharti ‘s views that
‘Talk of building mosque close to Ram temple can make Hindus intolerant’@umasribharti ji has also express her support for #RamTemple construction in #Ayodhya #AyodhyaKiDiwali pic.twitter.com/qMMU6m0c7A
— khemchand sharma (@SharmaKhemchand) 4 November 2018
মন্দির নির্মাণ ইস্যুতে রাজনৈতিক বিরোধ নিষ্পত্তির ওপর জোর দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁন্ধী, সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সব নেতা-নেত্রীকে সমর্থনের ডাক দিয়েছেন উমা। বলেছেন, এই ইস্যুতে সব রাজনৈতিক দলের সমর্থন দরকার আমাদের। আমাদের সঙ্গে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এগিয়ে আসুন।
রাহুল গান্ধীকে আহ্বান জানিয়ে উমা বলেন, এর ফলে কংগ্রেস অযোধ্যায় মন্দির বানানোর ব্যাপারে যে বিপত্তি সৃষ্টি করেছে, সে ‘পাপ খণ্ডন’ হয়ে যাবে। উমা বলেন, এ এখন শুধু জমি নিয়ে সমস্যা, বিশ্বাস নিয়ে নয়। অযোধ্যা যে ভগবান রামের জন্মস্থল সে কথা স্থির হয়ে গেছে।
বিরোধীদের উদ্দেশ্য করে উমা বলেন, ওঁরা সমস্যার সমাধান হতে দিচ্ছেন না। ধর্মের নামে দেশ ভাগ করার অভ্যাস কংগ্রেসের পরিত্যাগ করা উচিত। ১৯৯০ সাল থেকে রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত উমা ভারতী বলেন, রাম মন্দির নির্মাণে তিনি পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। উমা বলেন, ওঁরা যদি আমাকে বলে, একমাত্র আমার মৃতদেহের ওপরই মন্দির হবে, আমি তাতেও রাজি।