কর্নাটক উপনির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি, চারটি কেন্দ্রে এগিয়ে জোট
বেঙ্গালুরু: লোকসভা নির্বাচনের বাকি আর মাস ছয়েক তার আগে কর্নাটকে উপনির্বাচনে কংগ্রেসের কাছে বড় ধাক্কা খেল বিজেপি। উপনির্বাচনে কার্যত ভরাডুবি হলো গেরুয়া শিবিরের। শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস-জেডি(এস) জোট দুটি লোকসভা আসনে এগিয়ে ও দুটি বিধানসভা আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, বিজেপি একটি মাত্র লোকসভা আসনে জিতেছে।
বিজেপি নেতা বি শ্রীরামুলুর বোন ভি শান্তাকে ২,৪৩,১৬১ ভোটে হারিয়ে ২০০৪ সাল থেকে বিজেপির দুর্গ বলে পরিচিত, বিজেপি ঘনিষ্ঠ রেড্ডি ভাইয়ের দাপট থাকা বল্লারি লোকসভা কেন্দ্রে জিতলেন কংগ্রেসর ভিএস উরাগাপ্পা।
#FLASH: Congress’ VS Ugruppa wins Bellary parliamentary seat with a margin of 243161 votes. #KarnatakaByElections2018
— ANI (@ANI) 6 November 2018
মহীশূর অঞ্চলের ভোক্কালিগা অধ্যূষিত মান্ড্য আসনে নিজেদের শক্তঘাঁটিতে বিজেপি প্রার্থী ড. সিদ্দারামাইয়াকে হারিয়ে ৩২৪৯৪৪ ভোটে জয়ী হয়েছেন জেডি (এস) প্রার্থী এল শিবরামে গৌড়া।
#FLASH: JD(S)’ LR Shivaramegowda wins Mandya parliamentary seat with a margin of 324943 votes. #KarnatakaByElections2018
— ANI (@ANI) 6 November 2018
জামখণ্ডি আসনে কংগ্রেস প্রার্থী আনন্দ নিয়ামগৌড়া বিজেপি প্রার্থীকে ৩৯,৪৮০ ভোটে হারিয়ে দিয়েছেন। রামনগর আসনে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর স্ত্রী অনিতা কুমারস্বামী ১০৯১৩৭ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী এল চন্দ্রশেখরকে হারিয়ে দিয়েছেন।
#KarnatakaByElection2018: JDS’ Anitha Kumaraswamy wins Ramanagaram assembly seat with a margin of 109137 votes and Congress’s AS Nyamagouda wins Jamkhandi assembly seat by a margin of 39480 votes pic.twitter.com/6SxNEhDbk7
— ANI (@ANI) 6 November 2018
৫২১৪৮ ভোটে শুধু শিমোগা লোকসভা কেন্দ্র জিতে কোনওরকমে দলের মুখরক্ষা করেছেন বিজেপির বিওয়াই রাঘবেন্দ্র। ওই আসনে জেডি(এস) প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী এস বঙ্গারাপ্পার ছেলে মধু বঙ্গারাপ্পাকে ৫২,১৪৮ ভোটে হারিয়ে দিয়েছেন রাঘবেন্দ্র।
#FLASH: BJP’s BY Raghavendra wins Shimoga parliamentary seat with a margin of 52148 votes. #KarnatakaByElections2018 (File Pic) pic.twitter.com/XmN8sL2vuA
— ANI (@ANI) 6 November 2018
জয়ের খবর আসা শুরু করতেই আগাম দীপাবলির উৎসবে মেতে ওঠেন কংগ্রেস এবং জেডিএস কর্মী, সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। বাজনা, মিষ্টি, আতশবাজিতে সকাল থেকেই যেন শুরু হয়ে যায় দীপাবলির অনুষ্ঠান।