Sunday, May 19, 2024
Latestরাজ্য​

যাদের বাপ-মায়ের ঠিক নেই তারাই CAA-এর বিরোধিতা করছে: দিলীপ ঘোষ

হাওড়া: রাজ্য বিজেপির সভাপতি হিসেবে বৃহস্পতিবারই দ্বিতীয় বার ক্ষমতায় বসেছেন দিলীপ ঘোষ। আর শুক্রবারই ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিস্ফোরণ ঘটালেন তিনি। হাওড়ায় বিজেপির অভিনন্দন যাত্রা শেষে এক সভায় দিলীপ ঘোষ বলেন, আমাদের বাপ-মায়ের ঠিক আছে। তাই আমাদের সিএএ নিয়ে ভাবার দরকার নেই। যাদের বাপ-মায়ের ঠিক নেই তারা ওসব নিয়ে ভাবুক। তারা আগে নিজেদের বাপ-মা ঠিক করুক।

দিলীপ ঘোষ বলেন, হাওড়ায় অনেক ব্যবসায়ী আছেন। তাদের মনে করিয়ে দিতে চাই। জিএসটির বিরোধিতা করে দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) আপনাদের রেজিস্ট্রেশন করতে বারণ করেছিলেন। সেই কথায় অনেকে তখন জিএসটিতে নথিভুক্ত করেননি। পরে উনি বিধানসভায় ঠিক জিএসটি পাশ করিয়ে নিয়েছেন। আর রেজিস্ট্রেশন করতে দেরি হওয়ায় ফাইন গুনতে হয়েছে আপনাদের।

এর পরই দিলীপবাবু বলেন, লোকে বুঝেছে, খুব বোকা বনে গিয়েছি। তাই এবার আর বোকা বনবেন না। মোদীজি নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব গ্রহণের জন্য সময় দেবেন। তখন ফর্ম পূরণ করবেন। ওই ফরমে যে তথ্য দেবেন তাই সত্যি বলে গ্রহণ করা হবে। সঙ্গে কোনও নথি জমা দিতে হবে না। দিদিমণি বলে বেড়াচ্ছেন বাবা মায়ের জন্মের কাগজ লাগবে। এসব কথায় কান দেবেন না।

প্রসঙ্গত, দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা কি সকলে বাবা-মায়ের জন্ম তারিখ মনে রাখি? আমার বাবার তো বার্থ সার্টিফিকেট কোথায়, আমি জানিই না। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, আমাদের মা-বাপের ঠিক আছে, আমাদের সিএএ নিয়ে আমাদের চিন্তা নেই। যাদের মা-বাপের ঠিক নেই, তারাই সিএএ নিয়ে চিন্তা করছে।