Saturday, May 18, 2024
Latestদেশ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবিশ

মুম্বাই: সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার মহারাষ্ট্রে আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। পাশাপাশি, উপমুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। দেবেন্দ্র ফড়নবিশ বলেন, আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছে অজিত পাওয়ার।

দেবেন্দ্র ফড়নবিশ বলেন, প্রথমদিন থেকেই বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, আমরা কোনও ঘোড়া কেনাবেচায় যুক্ত থাকব না। আমরা সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ এনসিপি আমাদের সঙ্গে ছিল। যখন তিনি পদত্যাগ করেছেন, আমিও পদত্যাগ করলাম।

দেবেন্দ্র ফড়নবিশের কথায়, বিজেপি জনরায় পেয়েছে। মানুষের রায় অনুযায়ী, আমরা সরকার গঠনে চেষ্টা করেছিলাম, তবে শিবসেনা মনে করেছে, এটা সংখ্যার খেলা, আমরা মনে করি, তাদের দরকষাকষির ক্ষমতা বাড়তে পারে।


আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন দেবেন্দ্র ফড়নবিশ। তারপর ইস্তফা দেন তিনি। মহারাষ্ট্রে দলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ করা উচিৎ, নাকি আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা উচিৎ, তা নিয়ে বৈঠক হয়। তবে বিজেপির পক্ষে মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করে কঠিন। বৈঠকের পরেই দেবেন্দ্র ফড়নবিশের কাছে মেসেজ যায়। এরপরেই ইস্তফা দেন দেবেন্দ্র ফড়নবিশ।

প্রসঙ্গত, ২৮৮টি আসনের মহারাষ্ট্র বিধানসভায় ১০৫টিতে জয়লাভ করে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতার জন্য গেরুয়া শিবিরের প্রয়োজন ছিল আরও ৪০টি আসন।