আস্থা ভোটের আগে পদত্যাগ করলেন অজিত পাওয়ার
মুম্বাই: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিধানসভায় বুধবার আস্থা ভোট হওয়ার কথা। কিন্তু তার আগেই মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় সময় সাংবাদিক সম্মেলন ডাকেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
গত শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন যথাক্রমে অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবিশ। সেই শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করে এনসিপি, শিবসেনা ও কংগ্রেস পিটিশন জমা দেয় সুপ্রিম কোর্টে। অজিত পাওয়ার দাবি করেন, তাঁর দল এনসিপির ৫৪ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। যদিও কাকা এনসিপি প্রধান শরদ পাওয়ার তাঁর এহেন দাবিকে নস্যাৎ করে দেন।
Sources: Ajit Pawar resigns as the Deputy Chief Minister of #Maharashtra. pic.twitter.com/S8KcDQ6MQV
— ANI (@ANI) November 26, 2019
সুপ্রিম কোর্ট নির্দেশ, বুধবার বিকাল ৫টায় বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে ২৮৮ জন বিধায়ককে থাকতে হবে। রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি একজন অস্থায়ী স্পিকারকে নিয়োগ করবেন। এরপর আস্থা ভোট হবে বিধানসভায়।
প্রসঙ্গত, সোমবার দেবেন্দ্র ফড়নবিশ দায়িত্বগ্রহণ করলেও অজিত পাওয়ার দায়িত্ব গ্রহণ করেননি। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠকেও উপস্থিত ছিলেন না অজিত পাওয়ার। মঙ্গলবার সকালে ২৬/১১ শহিদদের স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানেও তিনি যাননি। শোনা যাচ্ছে, তিনি কাকা শরদ পাওয়ার তাঁকে বোঝানোর চেষ্টা করছেন বিজেপি ছেড়ে এনসিপি, শিবসেনা ও কংগ্রেস জোটে ফিরে আসার জন্য।